রহমত নিউজ 10 January, 2024 09:21 PM
রাজধানী ঢাকার নয়া পল্টনে গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা নয়টি মামলায় ঢাকার সিএমএম আদালতে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখনই তার মুক্তি মিলবে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের ঘটনায় রমনা থানার আরেকটি মামলায় তাকে জামিন দেয়নি হাইকোর্ট। এর আগে এ মামলায় বিচারিক আদালত জামিন না দিলে হাইকোর্টে জামিন চায় তার আইনজীবীরা।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, আব্দুল আউয়াল মিন্টু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, আমান উল্লাহ আমান, শাহজাহান ওমর, মোয়াজ্জেম হোসেন আলাল, মাহবুব উদ্দিন খোকন-সহ শীর্ষস্থানীয় সব নেতার বিরুদ্ধেই ২৮শে অক্টোবরের ঘটনায় নাশকতার মামলা হয়। যেসব মামলায় গুটিকয়েক নেতা ছাড়া বেশিরভাগ নেতাই এখন জেলখানায় বন্দি।